18.5 C
Toronto
বুধবার, জুন ১২, ২০২৪

মৃত্যুর ৪০ মিনিট পর জেগে উঠে যা বললেন ব্রিটিশ নারী

মৃত্যুর ৪০ মিনিট পর জেগে উঠে যা বললেন ব্রিটিশ নারী
<br >ক্রিস্টি বোরটেফট

চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তিনি মৃত। ‘ক্লিনিকিালি ডেড’ থাকার ৪০ মিনিট পর চোখ মেলে তাকান। অস্বাভাবিক এইা ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ব্রিটিশ ওই নারীর নাম ক্রিস্টি বোরটেফট। তিন সন্তানের এই মাকে হঠাৎ অচেতন অবস্থায় সোফায় পাওয়া যায়। ‘মৃত’ ঘোষণার পরও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর চোখ খুলে তাকান তিনি। জানান এই সময়ে তার অভিজ্ঞতার কথা।

- Advertisement -

জেগে ওঠার পর তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যায়। তার ভাইটালগুলোও ঠিকঠাক কাজ করছিল বলে জানান চিকিৎসকরা।

ক্রিস্টি বলেন, তিনি অচেতন অবস্থায় তার বন্ধুকে দেখতে পান। সে তাকে বলছিল যে তাকে ফিরে যেতে হবে। কিন্তু ক্রিস্টি বলছিলেন তার শরীর ভেঙে পড়ছে। তার ফিরে যাওয়া সম্ভব না। তবে বন্ধু বারবার তাকে জোর করছিল। এবং একটা সময় চোখ খুলে সব দেখতে পান তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles