11.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের নাতি এবার যুবলীগ নেতা!

দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের নাতি এবার যুবলীগ নেতা! - the Bengali Times

জাতীয় পার্টির নেতা ও হবিগঞ্জ জেলার দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ এটিএম কায়সার যখন কারাগারের কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন তখন তারই আপন নাতি সৈয়দ তানজিল আহমেদ ক্রমশ যুবলীগের নেতা হিসেবে নিজের অবস্থান তৈরীতে ব্যস্ত। সবচেয়ে বড় কথা হলো এই রাজাকার উত্তরসূরী কেবল নিজের হবিগঞ্জ জেলাতেই নিজের প্রভাব সীমাবদ্ধ রাখছে না, সে এখন সুনামগঞ্জ জেলায়ও নিজের প্রভাব বিস্তারে উড়াচ্ছে লাখলাখ টাকা। তার সামনে এরই মাঝে পরলোকগত বর্ষীয়ান রাজনীতিক সুরন্জিত সেন গুপ্তের স্ত্রী, যিনি দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য, তিনিও রীতিমত অসহায় হয়ে পড়েছেন।

- Advertisement -

জানা গেছে, ১১ই নভেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় অনুষ্ঠিত যুবলীগের জনসভায় রাজাকার পরিবারের খান্দান সৈয়দ তানজিল আহমেদকে সভাপতিও করা হলে তিনি মোটরসাইকেলের বিশাল বাহিনী নিয়ে শো ডাউন করে এতে অংশ নেন। প্রশাসনের কেউ, এমনকি দেশের গোয়েন্দা সংস্থাগুলোও এনিয়ে টু শব্দ করছেনা। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যেনো স্বাধীনতার পঞ্চাশ বছর পাড় না হতেই আবারও বাংলাদেশের মানচিত্র খামছে ধরছে পাকিস্তানী হানাদার বাহিনীর দোসরেরা।

দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ এটিএম কায়সারের আপন নাতি সৈয়দ তানজিল আহমেদ কিভাবে যুবলীগের নেতা হলো, এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দিরাই উপজেলার এক মুক্তিযোদ্ধা বলেন, “কায়সার পরিবার শতশত কোটি টাকার মালিক। এখন রাজনীতি কিংবা রাজনৈতিক পদ বিক্রী হচ্ছে টাকার কাছে। একারণেই যুদ্ধাপরাধী কায়সারের নাতি সৈয়দ তানজিল আহমেদ যুবলীগের ঘাড়ে ভর করেছে”।

জানা গেছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর অনুগত ভৃত্য সৈয়দ এটিএম কায়সারের নেতৃত্বে হবিগঞ্জ জেলার হিন্দু জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের উপর ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়। তার নেতৃত্বে ধর্ষিতা হন বহু নারী। এমন এক জঘন্য নরপিশাচের উত্তরসূরী কিভাবে যুবলীগে স্থান পেলো এটা নিয়ে এরই মাঝে প্রশ্ন উঠেছে।

আরো জানা গেছে, সৈয়দ তানজিল আহমেদের নেতৃত্বে দিরাই উপজেলায় গড়ে উঠছে ক্যাডার বাহিনী। তানজিল প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনিই আওয়ামীলীগের মনোনয়ন পাবেন। তাকে নাকি সমর্থন দিচ্ছেন আওয়ামিলীগেরই এক প্রভাবশালী নেতা।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles