11.1 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

অন্টারিওর স্কি অঞ্চলে বাড়ির বড় দর পতন

অন্টারিওর স্কি অঞ্চলে বাড়ির বড় দর পতন
<br >অন্টারিওর স্কি অঞ্চলে বাড়ির দাম ২০২৩ সালে উল্লেখযোগ্য কমেছে

অন্টারিওর স্কি অঞ্চলে বাড়ির দাম ২০২৩ সালে উল্লেখযোগ্য কমেছে। রয়্যাল লাপেজের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দশ মাসে এলাকাটিতে বাড়ির দাম কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ।

২৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জর্জিয়ান বের অন্তর্ভুক্ত কলিংউড, মিফোর্ড ও থর্নবারিতে ২০২৩ সালে বিনোদনের জন্য ব্যবহৃত বাড়ির গড় দাম ৮ লাখ ডলারে নেমে এসেছে। মাঝারি মানের কন্ডোমিনিনিয়ামের দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪০ হাজার ডলারে।

- Advertisement -

উচ্চ সুদের হার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোক্তাদের চাহিদা কমে যাওয়ার কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মার্চ থেকে ব্যাংক অব কানাডা নীতি সুদহার দশ দফা বাড়িয়েছে। এর ফলে নীতি সুদহার এখন গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ঋণের খরচ বেড়ে যাওয়া বিনোদনমূল বাড়ির চাহিদা কমিয়ে দিয়েছে। আবাসিক খাতেও একই অবস্থা দেখা দিয়েছে। তবে অতটা প্রকটভাবে নয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দশ মাসে স্কি অঞ্চলে মোট বাড়ি বিক্রি ২০২২ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

কোম্পানির পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলে একক পরিবারের ডিটাচড হোমের দাম আগামী ১২ মাসের মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। কুইবেক রিসোর্ট কমিউনিটিতে একক পরিবারের ডিটাচড হোমের দাম বাড়তে পারে বার্ষিক ৭ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles