1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

লং-টার্ম কেয়ার হোমের বিরুদ্ধে তিন অভিযোগ

লং-টার্ম কেয়ার হোমের বিরুদ্ধে তিন অভিযোগ - the Bengali Times
<br >একজন পরিচালকের অসুস্থ্যতাজনিত লিখিত নোটিশ প্রদান ও কর্মী বা কর্মীদের স্বাস্থ্য রক্ষা বা সুরক্ষার জন্য তথ্য নির্দেশনা ও তদারকিতে ব্যর্থতা এবং জ্ঞাতসারে একজন পরিদর্শককে ভুল তথ্য প্রদানে এসব অভিযোগ আনা হয়েছে

অন্টারিওর লন্ডনে প্রথমবারের মতো একটি লং-টার্ম কেয়ার হোমের বিরুদ্ধে কোভিড-১৯ সংক্রান্ত অভিযোগ এনেছে শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, কেনসিংটন ভিলেজ লং-টার্ম কেয়ার হোম পরিচালনাকারী শ্যারন ফার্মস অ্যান্ড এন্টারপ্রাইজেজ লিমিটেডের বিরুদ্ধে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাক্টের আওতায় তিনটি অভিযোগ আনা হয়েছে।

একজন পরিচালকের অসুস্থ্যতাজনিত লিখিত নোটিশ প্রদান ও কর্মী বা কর্মীদের স্বাস্থ্য রক্ষা বা সুরক্ষার জন্য তথ্য, নির্দেশনা ও তদারকিতে ব্যর্থতা এবং জ্ঞাতসারে একজন পরিদর্শককে ভুল তথ্য প্রদানে এসব অভিযোগ আনা হয়েছে। ২ সেপ্টেম্বর অভিযোগগুলো দায়ের করা হয় এবং ৬ ডিসেম্বর এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

- Advertisement -

অভিযোগগুলো মূল্যায়ন করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেনসিংটন ভিলেজের নির্বাহী পরিচালক ট্র্যাসি ক্লিশট। তিনি বলেন, অভিযোগগুলো যে কোনো কর্মীর মৃত্য বা কর্মী ও বাসিন্দাদের পিপিই সরবরাহ সম্পর্কিত নয়, সেটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের স্বাস্থ্যসেবা অংশীদারদের সঙ্গে মিলে বাসিন্দাদের নিরাপদ ও আরামদায়ক আবাস এবং কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ প্রদান অব্যাহত রাখবো আমরা।

প্রাদেশিক উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের ২৪ এপ্রিল থেকে এ পর্যন্ত কেনসিংটন ভিলেজে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এর মধ্যে ২০২০ সালের ১১ মে নিবন্ধিত একজন নার্সের মৃত্যু হয়। ব্রায়ান বেটি নামে ওই নার্সই অন্টারিওতে কোভিড-১৯ এ মারা যাওয়া প্রথম নার্স।

- Advertisement -

Related Articles

Latest Articles