14.1 C
Toronto
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

হঠাৎ ওজন কমা কি কঠিন রোগের লক্ষণ

হঠাৎ ওজন কমা কি কঠিন রোগের লক্ষণ

দীর্ঘদিন ব্যায়াম করে, ডায়েট করেও কমানো যায়নি ওজন। তাহলে হঠাৎ কী এমন হলো যে অকারণেই ওজন কমছে? একটু থামুন, ভাবুন আগে কেন আসলে ওজন কমছে, বড় কোনও রোগ বাসা বাঁধেনি তো!

- Advertisement -

বিশেষজ্ঞরা বলেন, যদি দেখতে পান কোনও কারণ ছাড়াই ওজন কমছে। তবে এখনই সতর্ক হতে হবে। বিনা কারণে দেহের ওজন ৫ শতাংশের বেশি কমে গেলে তা বিশেষ কোনও রোগের লক্ষণ বলেই মনে করা হয়।

আরও পড়ুন :: স্তন্যদান নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো

পেটের সমস্যা, ডায়াবেটিস, ডিপ্রেশন, অতিরিক্ত মানসিক চাপেও কমতে পারে ওজন। আবার পেটের কোনও অংশে ক্যানসার, টিউমার, আলসারের কারণেও ওজন কমে যেতে পারে।

ওজন কমার সঙ্গে সঙ্গে যদি সবসময় ক্লান্তি, জিম বা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়া, অতিরিক্ত চুল পড়া, খাওয়ার পরই আবার ক্ষুধা লাগা, মাথা ধরা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, সহজেই সব ভুলে যাওয়াসহ পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো উপসর্গ থাকে, তবে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

- Advertisement -

Related Articles

Latest Articles