22.1 C
Toronto
সোমবার, মে ২০, ২০২৪

সিঙ্গেলদের বিয়ে করার আহ্বান, ৯০ বছরে ৫০ বিয়ে বৃদ্ধের

সিঙ্গেলদের বিয়ে করার আহ্বান, ৯০ বছরে ৫০ বিয়ে বৃদ্ধের
আরও বিয়ে করতে চান নাসের

সৌদি আরবের ৯০ বছর বয়সী এক ব্যক্তি ৫০ বার বিয়ে করেছে। এর মাধ্যমে তিনি দেশটির সবচেয়ে বরস্ক বরে পরিণত হয়েছেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাসের বিন দাহাইম বিন ওয়াক আল মুর্শিদি আল ওতাইবি দেশটির আফিফ প্রদেশে তার ৫০তম বিয়ে উদযাপন করেছেন।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, ৯০ বছর বয়সী এই ব্যক্তিকে অনেকে স্বাগত জানাচ্ছেন এবং নাসের বিনকেও উদ্যমী ও উল্লাস করতে দেখা গেছে।

এক ভিডিওতে নাসের বিনের নাতি বলেন, এই বিয়ের জন্য অভিনন্দন নানা, আপনার নতুন বিবাহিত জীবন সুখের হোক।

আরাবিয়া টিভির সঙ্গে সাক্ষাত্কারের সময় নাসের বিয়ে ও বিশ্বাস নিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বিয়েকে সুন্নত এবং অবিবাহিতদের বিয়ে করার আহ্বান জানান।

নাসের বলেন, আমি আবার বিয়ে করতে চাই! এটি পার্থিব সমৃদ্ধি নিয়ে আসে এবং আমার সুস্বাস্থ্যের গোপন রহস্য।

বয়স বিয়েতে বাধার কিছু না বলেও জানান ৯০ বছর বয়সী এই বৃদ্ধ। নাসের বলেন, আমার সন্তানদেরও সন্তান আছে, কিন্তু আমি আরও সন্তান নিতে চাই।

- Advertisement -

Related Articles

Latest Articles