21.7 C
Toronto
বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২

সৈকতে খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী

- Advertisement -

সৈকতে খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী - the Bengali Times
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

টালিউডের সুন্দরী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় পণ করেছেন, নিন্দুকদের নিন্দামন্দের সোজা জবাব দেবেন। এবং এমনটাই করলেন এই নায়িকা। শনিবার শীত শীত হেমন্তের সকালে খানিক উষ্ণতা ছড়ালেন ইনস্টাগ্রামে।

ইনস্টায় মালদ্বীপের একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। স্নান পোশাকে উন্মুক্ত বক্ষভাঁজ। সঙ্গে উন্মুক্ত পদযুগলের ভঙ্গি জানান দিচ্ছে তার স্বতস্ফূর্ততার আনন্দ। খবর আনন্দবাজার পত্রিকার।

যারা দিনের পর দিন তার ভারী ধাঁচের চেহারার কটাক্ষ করেছেন, শুভশ্রী যেন এভাবেই তাদের জবাব দিলেন। আর ছবির ক্যাপশনে লিখলেন, ‘সমুদ্রের গর্জন মনে দোলা দেয়।’

সম্প্রতি সপরিবারে মালদ্বীপে ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। সেই ছবি ঘুরে ফিরে আসছে তার ইনস্টাগ্রামে। কখনও তারকা দম্পতির জলকেলির ছবি। কখনও সাঁতারের পোশাকে ছেলে ইউভানকে কোলে নিয়ে নাচের ছন্দে মাতোয়ারা শুভশ্রী। শনিবারের ছবিতে, সূর্যের আলোয় ভাসছে মালদ্বীপ। তাপ এড়াতে কালো চশমায় চোখ ঢেকেছেন উষ্ণ অভিনেত্রী। খোলা চুল হাওয়ায় অবাধ্য। টিয়া সবুজ পাশ্চাত্য পোশাকে মোহময়ী নায়িকা।

Related Articles

Latest Articles