7.9 C
Toronto
সোমবার, মে ২৩, ২০২২

খেলাটা আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস

- Advertisement -

খেলাটা আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস - The Bengali Times
চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিটি কাজের জানান দেন তিনি। এছাড়াও ছবি পোস্ট করে নিজেকে আবেদনময়ী রূপে তুলে ধরেন ঢাকাই ছবির ‘কুইন খ্যাত’ এই অভিনেত্রী। সেসব ছবির ক্যাপশনে দেন নানা বার্তা।

শনিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন অপু বিশ্বাস। সাদা রঙের একটি স্লিভলেস গাউন এবং গোলাপি রঙের একটি ব্লেজারে দেখা গেছে তাকে। আর তাতেই মুগ্ধতা ছড়াচ্ছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমার এই নায়িকা।

- Advertisement -

ক্যাপশনে লিখেছেন- ‘আপনি জিতবেন বা হারবেন তা নয়, বরং খেলাটা আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ।’

ছবিটি পোস্ট করার পরপরই সেটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মন্তব্য বক্সে নিজেদের মনের কথা তুলে ধরেছেন তারা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ রূপের রহস্য জানতে চেয়েছেন আবার কেউবা তার এমন রূপ দেখে বিশ্বাসই করতে পারছে না।

প্রসঙ্গত, অপু বিশ্বাসের হাতে বর্তমানে বেশ কিছু সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’। এরমধ্যে প্রথম তিনটি সিনেমার কাজ শেষ। রয়েছে মুক্তির অপেক্ষায়।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles