12.5 C
Toronto
শনিবার, সেপ্টেম্বর 23, 2023

আরিয়ানকে নিয়ে শঙ্কা, নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ-গৌরী

আরিয়ানকে নিয়ে শঙ্কা, নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ-গৌরী - the Bengali Times
ফািইল ছবি
আরিয়ানকে নিয়ে শঙ্কা, নতুন সিদ্ধান্ত নিলেন শাহরুখ-গৌরী - the Bengali Times
ফািইল ছবি

খুশির হাওয়া বইছে খান পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়। আলো ঝলমলে ‘মান্নাত’-এ যেন সময়ের আগেই দীপাবলি এসে গেছে। তবে ছেলেকে নিয়ে শঙ্কায় আছেন শাহরুখ-গৌরী দম্পতি।

২৮ দিন মানুষের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরিয়ান। কারও কারও চোখে তিনি অপরাধী। ২৬ দিন বন্দী ছিলেন মুম্বাইয়ের আর্থার রোড জেল কারাগারে। তার পরিচিতি ছিল, ‘কয়েদি নম্বর ৯৫৬’। গেলো এক মাসে তার মনের ওপর যে ঝড় বয়ে গেছে, নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন। ছেলেকে নিয়ে এমন শঙ্কায় আছেন শাহরুখ-গৌরী। আর তাই সচেতন বাবা-মায়ের মতোই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

- Advertisement -

জানা গেছে, বাড়ি ফিরেই বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন আরিয়ান। ছোট ভাই কিছু না বুঝলেও বড় ভাইয়ের ঘরে ফেরার আনন্দে আত্মহারা। বোন সুহানা থাকেন দেশের বাইরে। ভিডিও কলে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন তিনিও।

আর দু’দিন পরেই শাহরুখ খানের জন্মদিন। প্রতিবারের মতো এবারও কি বারান্দায় এসে চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়বেন কিং খান? এই অভিনেতার ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি। এমনকি আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়াভাবেই।

সূত্র: আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles