8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সেবা কমানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান

সেবা কমানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান - the Bengali Times
কানাডিয়ান হেরিটেজ মন্ত্রী স্টিভেন গাইলবোল্ট

লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডাকে লেখা এক চিঠিতে কানাডিয়ান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন সেবা কমানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সেবা কমিয়ে আনায় আর্কাইভাল রিডিং রুমটি খোলা থাকছে সপ্তাহে মাত্র তিন দিন।
কোভিড-১৯ মহামারির মধ্যে অন্যান্য সংস্থার মতো লাইব্রেরি অ্যান্ড আর্কাইভও যে কর্মসংস্থান ধরে রাখতে ও সেবা দিতে হিমশিম খাচ্ছে সেটার প্রমাণ মিলছে। অ্যাসোসিয়েশন বলছে, ফেডারেল ইনস্টিটিউশনের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। সংস্থাটির মূল লক্ষ্যের প্রতি এটা হুমকি।

এ ব্যাপারে দ্য কানাডিয়ান প্রেসের এক প্রশ্নের উত্তরে লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে কিছু সেবা কমিয়ে অন্য সেবাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

- Advertisement -

কানাডিয়ান হেরিটেজ মন্ত্রী স্টিভেন গাইলবোল্টের মুখপাত্র জাস্টিন লেসাগ এ প্রসঙ্গে বলেন, মন্ত্রণালয় এ ব্যাপারে ধীরে চলো নীতি অনুসরণ করছে। নতুন মন্ত্রী নিয়োগের অপেক্ষায় রয়েছে তারা।

কোভিড-১৯ এর কারণে কানাডার গবেষকদের কাজ এমনিতেই বিঘ্নিত হচ্ছে। কানাডার ন্যাশনাল আর্কাইভের সেবা হ্রাস পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles