13.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

কাবার কালো গিলাফ ওপরে তুলে সাদা কাপড় ঝুলিয়ে দেওয়ার রহস্য

কাবার কালো গিলাফ ওপরে তুলে সাদা কাপড় ঝুলিয়ে দেওয়ার রহস্য

প্রতি বছর হজের সময় পবিত্র মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে। এর অন্যতম হলো, পবিত্র কাবা গৃহের কালো গিলাফ বা কিসওয়াহ তিন মিটার ওপরে উঠিয়ে রাখা হয়। এর বদলে ইহরামের কাপড়ের মতো একটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়।
পবিত্র হজ শুরুর কিছু দিন আগে কালো গিলাফ এভাবে তুলে সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়।

- Advertisement -

কিন্তু কী কারণে প্রতি বছর কাবার কালো গিলাফ ওপরে তোলা হয় এবং সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়, তা অনেকের অজানা।

কাবার গিলাফ উপরে উঠিয়ে রাখার কারণ
প্রতি বছর হজে অসংখ্য মানুষের আগমন হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষার জন্য ওপর দিকে তিন মিটার তোলার রীতি চলে আসছে। হজের প্রচণ্ড ভিড়ের মধ্যেও যেন কেউ গিলাফের কোনো অংশ স্পর্শ করে নষ্ট না করে মূলত এই উদ্দেশ্যেই গিলাফের কাপড় তোলা হয়।

কাবার কালো গিলাফ ওপরে তুলে সাদা কাপড় ঝুলিয়ে দেওয়ার রহস্য

তাছাড়া গিলাফ নিচ পর্যন্ত দেখতে পেয়ে হাজিদের অনেকে কাঁচি নিয়ে গিলাফের কিছু অংশ কেটে নেন। তারা গিলাফকে নিজেদের নানা ধরনের উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে মনে করেন। আবার অনেকে কাবার গিলাফে নিজেদের নাম লেখা শুরু করেন। অথচ তাদের এই ধরনের বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

কাবার কালো গিলাফ ওপরে তুলে সাদা কাপড় ঝুলিয়ে দেওয়ার রহস্য
কাবা ঘরের কালো গিলাফ ওপর দিকে তুলে সেই স্থানে সাদা কাপড় দেওয়া হয়। মূলত এর মাধ্যমে হজের অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হজের সময় কাবার দেয়ালে সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে কালো গিলাফের কাপড় এমনভাবে ঝোলানো হত যে এর নিচ দিকে সাদা কাপড়েরর অংশ প্রকাশ পেত। কিন্তু কয়েক বছর যাবত কালো গিলাফ ওপর দিকে তুলে পৃথক আরেকটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles