20.9 C
Toronto
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

ঈদেই দেখা যাবে নুসরাত ফারিয়ার ‘সুড়ঙ্গ’

ঈদেই দেখা যাবে নুসরাত ফারিয়ার 'সুড়ঙ্গ'

এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। ফারিয়ার এই গান নিয়ে যেন দুই বাংলায় উত্তেজনা তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় প্রথমবারের মতো তমা মীর্জা ও আফরান নিশো জুটি বেঁধেছেন।

- Advertisement -

বেশ বড়সড় একটা বিরতি শেষে তমা মির্জার ফিরে আসাটা নতুন চমক হিসেবেই দেখছেন ভক্তরা। গানের পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির টিজার ও ফার্স্টলুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এ বিষয়ে গণমাধ্যমে তমা বলেন, ‘এর আগে কোনো সিনেমার জন্য এত লম্বা সময় দেইনি। অনেক যত্ন নিয়ে সিনেমাটির শুটিং করেছি। অপেক্ষায় আছি সুড়ঙ্গ মুক্তির। ‘

অন্যদিকে আইটেম গানের বিষয়ে নুসরাত ফারিয়া জানান তার চমৎকার অভিজ্ঞতার কথা। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। ‘

- Advertisement -

Related Articles

Latest Articles