10.8 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ভবনের ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেয়া হবে। তাপমাত্রা কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

- Advertisement -

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সিদ্ধান্ত দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে বলেও জানান মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ছাদ বাগান করলে এর যথাযথ পরিচর্যাও করতে হবে। যেন সেখানে মশার জন্ম না হয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেয়া হবে। শিগগির এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

তিনি বলেন, প্রণোদনা যেখানে দেয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন তাদের বাগানে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেয়া হবে। ছাদবাগান করার জন্য কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যার যার এলাকার মেয়র আছেন, তারা সর্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles