22.1 C
Toronto
শুক্রবার, জুলাই ১২, ২০২৪

রাত ১টা’র মধ্যেই ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

রাত ১টা’র মধ্যেই ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখায় সংস্থাটি।

- Advertisement -

বুধবার (১৪ জুন) বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles