15 C
Toronto
শনিবার, মে ১৮, ২০২৪

ইলিয়ানার সন্তানের বাবা কে? অবশেষে মুখ খুললেন নায়িকা

ইলিয়ানার সন্তানের বাবা কে? অবশেষে মুখ খুললেন নায়িকা

কে তার প্রেমিক, কে তার সন্তানের বাবা- এই প্রশ্নে জেরবার অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। প্রেগন্যান্সির খবর সামনে আসার পর থেকেই ইলিয়ানার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তবে এই বিষয়ে মুখ বন্ধ রাখাই পছন্দ করেছেন অভিনেত্রী। নেটপাড়ার একাংশ পাশে দাঁড়িয়েছে ইলিয়ানার।

- Advertisement -

অনেকেই অভিনেত্রীর হয়ে মুখ খুলেছেন, কেন সন্তানের বাবাকে চিনতে উৎসাহী নেটপাড়া। কেন বাবার পরিচয় থাকতেই হবে সন্তানের? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

শনিবার প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, ‘গর্ভবতী হওয়াটা খুব সুন্দর একটা আশীর্বাদ। আমি ভাবিনি যে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব। তাই এই যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’

অভিনেত্রী লেখেন, ‘তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি শিগগিরই তোমাকে দেখতে পাব আর তারপর এমন কিছু দিন আসবে, যে দিনগুলো খুবই কঠিন হয়ে যায়। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়গুলো শুধুই হতাশাজনক মনে হচ্ছে।’

ইলিয়ানা আরও লেখেন, ‘এই ভাবনা থেকেই চোখে পানি আসে, তারপর অপরাধবোধ। আমার মাথার ভেতর যে কণ্ঠস্বর শুনতে পাই, তা হতাশাজনক। কিন্তু আমার কৃতজ্ঞ হওয়া উচিত, এত তুচ্ছ ব্যাপার নিয়ে কান্নাকাটি করা উচিত নয়। আমার আরও শক্তিশালী হওয়া উচিত। যদি আমি যথেষ্ট শক্তিশালী না হই তাহলে কেমন মা হবো! আমি জানি না কী ধরনের মা হবো! আমি সত্যিই জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমি এই ছোট্ট মানুষটাকে খুব ভালোবাসি, আমি হয়তো ভেঙে পড়তে পারি, তবে এখনকার জন্য আমার মনে হয় এইটুকুই যথেষ্ট।’

প্রেমিক সম্পর্কে ইলিয়ানা বলেন, ‘আর যেসব দিন আমি ভুলে যাই যে, আমার নিজের প্রতি সদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার সহযোগী হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে ধরে রাখে আর চোখের পানি মুছে দেয়। আমাকে হাসাতে জোকস শোনায়। কখনো শুধু জড়িয়ে ধরে যখন সে জানে যে সেই মুহূর্তে আমার ঠিক এটাই দরকার। সবকিছু তখন আর কঠিন বলে মনে হয় না।’

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles