0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

‘আইনি পদক্ষেপ নেব না, অবস্থান ক্লিয়ার করেছি এটাই যথেষ্ট’

‘আইনি পদক্ষেপ নেব না, অবস্থান ক্লিয়ার করেছি এটাই যথেষ্ট’ - the Bengali Times

সুনেরাহ বিনতে কামাল

ঈদে মুক্তি পাচ্ছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। প্রথম ছবি ‘নডরাই’ এর পর এটি হচ্ছে তার দ্বিতীয় সিনেমা। সুনেরাহর ভাষায়, এই ছবির মাধ্যমে ফুল কমার্শিয়াল ছবিতে যাত্রা হচ্ছে তার।

অভিনেত্রী বললেন, ‘সিনেমাটিতে অভিনয় করে অনেক কিছুই শিখেছি। আমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না। তবে চেষ্টা করে যাই। আশা করছি অন্তর্জাল দর্শকরা ভালভাবে গ্রহণ করবে।’

- Advertisement -

ছবিটি মুক্তির আগেই ব্যক্তিগত একটি ভিডিও প্রকাশ্যে আসায় চর্চা তাকে নিয়ে। অথচ তাকে নিয়ে এভাবে চর্চা হোক চাননি তিনি। বন্ধুমহলে দুষ্টুমির ছলে করা ভিডিও এভাবে প্রকাশ্যে আসবে তা কোনোদিন কল্পনাতেও ছিলনা তার।

সোমবার রাজধানীর বারিধারায় অন্তর্জাল সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুনেরাহ। অন্তর্জাল নিয়ে কথা বলার পাশাপাশি সাম্প্রতিক এই ইস্যু নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। জানিয়ে দেন, তাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা তিনি ডিজার্ভ করেন না।

সুনেরাহ বলেন,‘সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে না। বর্তমান ভাইরাল প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি। নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজ নিয়ে বিজি থাকি, পড়াশুনা করি, কাজকে ভালোবাসি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই। শুরুর দিকে আমি হয়তো একটু এলোমেলো ছিলাম। তবে এখন সব গুছিয়ে নিয়েছি।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে সুনেরা নিজের ব্যবহৃত ভাষা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে ‘সরি’। পরিমণি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’

ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন ‘কোনো আইনি পদক্ষেপ নেবো না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’

- Advertisement -

Related Articles

Latest Articles