1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

স্ত্রী দ্বিতীয় হওয়ায় সুন্দরী প্রতিযোগিতার মুকুট আছড়ে ভাঙলেন স্বামী

স্ত্রী দ্বিতীয় হওয়ায় সুন্দরী প্রতিযোগিতার মুকুট আছড়ে ভাঙলেন স্বামী
ছবি সংগৃহীত

সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্ত্রী। সব রাউন্ড জিতে এলেও ফাইনাল রাউন্ডে গিয়ে হেরে যান তিনি। এরপরেই প্রচণ্ড রাগে অন্ধ হয়ে স্টেজে উঠে বিজয়ীর মুকুট কেড়ে মাটিতে আছড়ে ফেলে ভেঙে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের এক এলজিবিটিকিউপ্লাস সুন্দরী প্রতিযোগিতায়। গত শনিবার সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার পরপরই ওই ব্যক্তি রাগে ফেটে পড়েন এবং বিজয়ীর মুকুট আছড়ে ভেঙে ফেলেন।

- Advertisement -

এই ঘটনার ভিডিওটি ধারণ করেন অন্য আরেক প্রতিযোগী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

এতে দেখা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে একজন নারী বিজয়ী ঘোষণা করার জন্য মুকুট হাতে দাঁড়িয়ে আছেন। তার সামনেই রয়েছে চূড়ান্ত দুই প্রতিযোগী ন্যাথালি ব্রেকার ও ইমানুয়েলি বেলিনি। বিজয়ী ঘোষণার পূর্বে অপেক্ষায় উৎসুক জনতা।

অবশেষে বেলিনিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু বিজয়ী হলেও মুকুট পরার সৌভাগ্য হয়নি তার। বেলিনির মাথায় মুকুট পরিয়ে দেওয়ার মুহুর্তেই মঞ্চে উঠে আসেন দর্শক সারিতে থাকা ন্যাথালি ব্রেকারের স্বামী।

তিনি ওই নারীর হাত থেকে মুকট ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন। তবে মুকুটটি একবার আছড়ে ফেলেই ক্ষান্ত হননি তিনি। মেঝে থেকে তুলে আবার সেটিকে আছাড় মারেন। এতে করে মুকুটটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ ছাড়া তাকে তার স্ত্রীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতেও দেখা যায় ভিডিওতে।

পরে অনুষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে টেনে মঞ্চের পেছনে নিয়ে যান। এ ঘটনার পর প্রতিযোগিতার কো-অর্ডিনেটর ম্যালোন হেনিশ এক বিবৃতিতে বলেন, ওই ব্যক্তি প্রতিযোগিতার ফলাফলকে সুষ্ঠু বলে মেনে না নিতে পারায় তিনি এই ধ্বংসাত্মক কাজ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles