11.3 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এমন তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)।

- Advertisement -

যদি শনিবার ঈদ হয়, তাহলে এ অঞ্চলের দেশগুলোতে বসবাসকারীরা ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।

আইএসির বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে একদিন পর শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে।

এটা হলে আগামী শনিবার (২২ এপ্রিল) ওইসব অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

অপরদিকে আবুধাবিভিত্তিক আইএসির বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা কঠিন। তবে লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে শাওয়াল মাসের চাঁদের দেখা যেতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles