3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৫০০০ কোটি রুপি সম্পত্তির কানাকড়িও পাবে না সাইফের সন্তানরা

৫০০০ কোটি রুপি সম্পত্তির কানাকড়িও পাবে না সাইফের সন্তানরা - the Bengali Times

বলিউড অভিনেতা সাইফ আলি খান রাজপরিবারের সন্তান। তার বাবা মনসুর আলি খান পাতৌদির পর সাইফ পাতৌদির দশম নবাব। হারিয়ানায় পাতৌদি প্রাসাদ ও ভোপালে পৈত্রিক সম্পত্তি মিলিয়ে ৫০০০ কোটি রুপির সম্পদ নিজের সন্তানদের দিতে পারবেন না সাইফ। এমন খবর দিয়েছে জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

- Advertisement -

খবরে বলা হয়েছে, পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তির কানাকড়িও তিন ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান এবং মেয়ে সারা আলী খানকে দিতে পারবেন না সাইফ।

কারণ হিসেবে বলা হয়েছে, ওই সব সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের (এনেমি ডিসপিউট অ্যাক্ট) আওতায় পড়েছে। আইনানুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবেন না। কিন্তু যদি কোনো উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাকে হাইকোর্টে আবেদন করতে হবে। এর পর তাকে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে, সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনো সম্পত্তি কারও নামে উইল করে যাননি।

প্রসঙ্গত, সাইফ আলী খান দুই বিয়ে করেছেন। বলিউড সেনসেশন কারিনা কাপুরকে বিয়ের পর তাদের সংসারে দুই সন্তান আসে। তারা হচ্ছে – তৈমুর ও জাহাঙ্গীর। আগের সংসারে সারা ও ইব্রাহিম নামে দুই সন্তান রয়েছে সাইফের।

- Advertisement -

Related Articles

Latest Articles