21.3 C
Toronto
বুধবার, অক্টোবর 4, 2023

‘কাজের সময় মনে হয়নি আমি ধর্ষণের কারণে অন্তঃস্বত্ত্বা’

‘কাজের সময় মনে হয়নি আমি ধর্ষণের কারণে অন্তঃস্বত্ত্বা’ - the Bengali Times
ছবি সংগ্রহ

ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’-য় চুল কেটে মেয়ে থেকে ছেলে সাজতে হয়েছিল। অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’ ছবিতে তিনিই ধর্ষিত, অন্তঃসত্ত্বা কিশোরী! কোনটা বেশি চ্যালেঞ্জিং হিয়া দে-র কাছে?

সে বলেছে, বড় চ্যালেঞ্জ। একটু দ্বিধাতেও ভুগেছি একদম শুরুতে। তার পরে মনে হয়েছে, আমায় করতে হবে। কারণ, এই ধরনের চরিত্র চট করে পাওয়া যায় না। চিত্রনাট্য শোনার পরে মনের জোর আরও একটু বাড়ল। মা অবশ্য জানতে চেয়েছিলেন, পারবি তো? বলেছিলাম, ঠিক পারব।

- Advertisement -

শুটিংয়ের সময় একটা কথাই মাথায় থাকত, অভিনয় যেন নিখুঁত হয়। তাই চারপাশে কে দেখল, কী বলল? কিচ্ছু মাথায় রাখতাম না। এভাবেই আমার অংশের দৃশ্য অভিনয় করেছি।

হিয়া প্রথম অভিনয়ের সময় সাত বছরের ছিল। এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আগামী ২১ নভেম্বর ১৪ বছরে পা রাখবে। তার আগে ১৯ নভেম্বর ‘নির্ভয়া’ মুক্তি পাচ্ছে। জন্মদিনের ফেরত উপহারটাও বেশ বড়সড় কী না এমন প্রশ্নে সে বলে, একেবারে ঠিক কথা। আমি প্রচণ্ড খুশি। জন্মদিনের দু’দিন আগে আমার প্রথম ছবি মুক্তি পাবে। সারা জীবনের সেরা উপহার পেতে চলেছি।

চরিত্র সম্পর্কে হিয়া বলেছে, আমার চরিত্রের নাম পিয়ালি। কিশোরী মেয়ে। ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে। এর বেশি আপাতত আর কিছু বলতে পারব না।

- Advertisement -

Related Articles

Latest Articles