3.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

মায়ের বান্ধবীকে বিয়ে করে অন্তরঙ্গ ছবি প্রকাশ, ট্রলের শিকার বিরসা

মায়ের বান্ধবীকে বিয়ে করে অন্তরঙ্গ ছবি প্রকাশ, ট্রলের শিকার বিরসা - the Bengali Times
ছবি সংগৃহীত

কিছুদিন আগেই মায়ের বান্ধবী অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীকে বিয়ে করেছেন টলিউডে পরিচালক বিরসা দাশগুপ্ত। এনিয়ে বেশ সমালোচনা চলছে। এই সমালোচনায় ঘি ঢালতে এবার সামাজিকমাধ্যমে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন বিরসা দাশগুপ্ত।

সুইমিং পুলে ভালোবাসায় মেতেছিলেন বিরসা-বিদিপ্তা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিরসা। সেখানে দেখা গেছে বরের বুকে মাথা রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আজ ওয়ার্ল্ড বুক ডে, সবাই বুক হাতে ছবি দিচ্ছে! আমিও দিলাম বুকে বিদিপ্তা। পিছনে দেখা গেল বিরশা-বিদিপ্তার কন্যা ইদাকেও।

- Advertisement -

তবে নেটাগরিকরা ভালো চোখে দেখেননি ছবিটি। তারা মেতেছেন ট্রলে। একজন লেখেন, আপনি হয়তো মজা করেই এই ক্যাপশন দিয়েছেন। কিন্তু ওয়ার্ল্ড বুক ডে-র সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। শিক্ষার জায়গা আর ভালোবাসার জায়গা আলাদা। দ্বিতীয়জন লিখেছেন, কী বাজে মশকরা। পরে অবশ্য বদলে দেওয়া হয় ছবির ক্যাপশন। লেখা হলো, হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।

প্রসঙ্গত, বিরসা-বিদিপ্তা গাঁটছড়া বাঁধেন ২০১০ সালে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলার পর থেকেই চর্চায় রয়েছে তাদের এ সম্পর্ক। এবার হতে হচ্ছে ট্রলের শিকার।

- Advertisement -

Related Articles

Latest Articles