11.8 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

হেট ক্রাইম আবার বেড়েছে

হেট ক্রাইম আবার বেড়েছে
স্ট্যাটিস্টিকস কানাডার নতুন উপাত্ত বলছে পুলিশের খাতায় তালিকাভুক্ত হেট ক্রাইমের ঘটনা কানাডাজুড়ে মহামারির দ্বিতীয় বছরে বেড়েছে ছবিজন টাইসন

মহামারির বিশৃঙ্খলা হেট ক্রাইম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এর ফলে ইহুদি বিদ্বেষ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গ্রেটার ভ্যানকুভারের জুইশ ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এজরা শাঙ্কেন।

তিনি বলেন, সব সময়ই ইহুদি বিদ্বেষকে বর্তমান ঘটনার ছাঁচে ফেলা হয়ে থাকে। কোভিড-১৯ মহামারিও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে অন্য কমিউনিটির মধ্যেও ঘৃণাত্মক ঘটনা মহামারির শুরুর দিকে বেড়ে গিয়েছিল সেজন্য তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডার নতুন উপাত্ত বলছে, পুলিশের খাতায় তালিকাভুক্ত হেট ক্রাইমের ঘটনা কানাডাজুড়ে মহামারির দ্বিতীয় বছরে বেড়েছে। বর্ণ, ধর্ম ও লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে এ ধরনের ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত হন তারা।

স্ট্যাটিস্টিকস কানাডার বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউকন বাদে সব প্রদেশ ও অঞ্চলেই ২০২১ সালে হেট ক্রাইম বেড়েছে। ইউকনেই কেবল পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। ধর্মের ভিত্তিতে কানাডাজুড়ে এ ধরনের ঘটনা বেড়েছে ৬৭ শতাংশ। অন্যদিকে লিঙ্গের ভিত্তিতে এ ধরনের ঘটনা বেড়েছে ৬৩ শতাংশ। আর বর্ণ পরিচয় বিবেচনায় নিলে তাদের লক্ষ্য করে হেট ক্রাইম বেড়েছে ৬ শতাংশ।

সবমিলিয়ে ২০২১ সালে পুলিশের তালিকাভুক্ত হেট ক্রাইমের সংখ্যা ৩ হাজার ৩৬০টি, যা ২০২০ সালের তুলনায় ২৭ শতাংশ বেশি। ২০২০ সালে এ ধরনের ঘটনা বেড়েছিল আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ। পূর্ব বা দক্ষিণপূর্ব এশিয়ার নাগরিকদের লক্ষ্য করে হেট ক্রাইম ১৬ শতাংশ বেড়ে বেড়ে ২০২১ সালে ৩০৫টিতে উন্নীত হয়েছে। তবে ২০১৯ সালের তুলনায় সংখ্যাটি চারগুন বেশি।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, হেট ক্রাইমের শিকার ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ এবং বালক। ব্রিটিশ কলাম্বিয়ায় ধর্মভিত্তিক হেট ক্রাইমের সংখ্যা দ্বিগুন বেড়ে ১৫০-এ উন্নীত হয়েছে। তবে আলবার্টায় এ সংখ্যা তিনগুন হয়ে ৯১টিতে পৌঁছেছে। অন্টারিওতে লিঙ্গভিত্তিক হেট ক্রাইম বেড়েছে ১০৭ শতাংশ।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles