6.9 C
Toronto
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

ফের শিরোনামে বিশ্বকাপের লাস্যময়ী ভক্ত, এবার তোয়ালে জড়িয়েই প্রকাশ্যে

ফের শিরোনামে বিশ্বকাপের লাস্যময়ী ভক্ত, এবার তোয়ালে জড়িয়েই প্রকাশ্যে
ইভানা ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপে মাঠের খেলা ছাপিয়ে সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভানা নল। তিনি আসরের সবথেকে লাস্যময়ী সমর্থকের তকমাও পেয়েছেন। টুর্নামেন্টটিতে মূলত খোলামেলা পোশাকের জন্য বারবার শিরোনামে এসেছেন তিনি।

আবার শিরোনামে উঠে এসেছেন ইভানা। এবার শুধুমাত্র তোয়ালে জড়িয়ে ছবি দিয়ে আলোড়ন তুলেছেন তিনি।

- Advertisement -

ইভানা সম্প্রতি লন্ডনে গেছেন।সেখানে বিমানবন্দরে নেমে দুঃসংবাদ শুনতে হয়। তিনি আবিষ্কার করেন যে তার ব্যাগ খোয়া গেছে। নিজের ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন ইভানা। অন্য জামাকাপড়ও নেই তার কাছে। তাতে কী? ভক্তদের সামনে তোয়ালে জড়িয়েই হাজির ইভানা।

এই তারকা লন্ডনের যে হোটেলে রয়েছেন সেখানে একটি ছবি তুলেছেন। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, আয়নার সামনে শুধুমাত্র গায়ে একটি তোয়ালে জড়িয়ে রয়েছেন ইভানা। মুখে হাসি।

এর আগে কাতার বিশ্বকাপের শুরু থেকেই ইভানা শিরোনামে ছিলেন। কাতারের মতো রক্ষণশীল দেশে তার খোলামেলা পোশাক নিয়ে কম বিতর্ক হয়নি। তাতে অবশ্য নিজেকে বদলাননি ইভানা। পছন্দের পোশাক পরেই হাজির হয়েছেন স্টেডিয়ামে।

- Advertisement -

Related Articles

Latest Articles