7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

চিলেকোঠার সেপাই

চিলেকোঠার সেপাই
চিলেকোঠার সেপাই উপন্যাসের প্রচ্ছদ

আখতারুজ্জাম ইলিয়াস তাঁর ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৬) উপন্যাসে স্বাধিকার আন্দোলন ও ৬৯ এর গণ অভ্যুত্থান সময়ের কিছু স্লোগান তুলে ধরেছেন। এই স্লোগানগুলোর সাথে পরবর্তীতে স্বাধীনতার স্লোগানগুলো মিলিয়ে পর্যবেক্ষণ করলে ইতিহাসের পাঠ সহজ হয়ে যাবে।

‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসে ‘জেলের তালা ভেঙেছি’ – ‘শেখ মুজিবকে এনেছি’ এই স্লোগানের পর আর কোন উল্লেখযোগ্য স্লোগান পাওয়া যায় না। কেননা আখতারুজ্জাম ইলিয়াস তাঁর এই বিখ্যাত উপন্যাসে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে (তখনো বঙ্গবন্ধু উপাধি পান নি) মুক্তি দিয়ে ইতিহাসের সময় বা কাল বর্ধিত না করে গল্পকে টেনে নিয়ে গেছেন। এরপর থেকে গল্প এগিয়ে গেছে গল্পের ভেতর দিয়ে। গল্প সময়কে কিংবা সময় গল্পকে আর প্রভাবিত করেনি। উপন্যাস শেষ হয় ওসমান গনির মুক্তির মধ্য দিয়ে। ঢাকা শহরের কারফ্যু অগ্রাহ্য করে সে বেরিয়ে আসে। ‘এখন খাকি বলো কালো বলো, সবুজ বলো সাদা বলো – কারো সাধ্যি নাই যে তাকে সেই ওসমান গনি বলে সনাক্ত করে’। তার সামনে এখন অজস্র পথ। যেদিকেই পা বাড়ায় সেদিকেই পূর্ব বাঙলা।

- Advertisement -

আসুন স্বাধীনতার বিখ্যাত স্লোগান ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ যেসমস্ত স্লোগানগুলো থেকে প্রেরণা পেয়ে উদ্ভূত হয়েছিল সেগুলো একটু জেনে নেই।

‘আইয়ুবের দালালি, আইয়ুবের দালালি’ – ‘চলবে না, চলবে না’
‘জাগো জাগো’ – ‘বাঙালি জাগো’
‘পিণ্ডি, না ঢাকা’ – ‘ঢাকা ঢাকা’
‘আগরতলা ষড়যন্ত্র’ – ‘মানি না মানি না’
‘সাম্রাজ্যবাদের দালালেরা’ – ‘হুঁশিয়ার হুঁশিয়ার’
‘দুনিয়ার মজদুর’ – ‘এক হও’
‘কেউ খাবে কেউ খাবে না’ – ‘তা হবে না, তা হবে না’
‘জোতদারের গদিতে’ – ‘আগুন জ্বালো এক সাথে’
‘বাঙলার মজদুর’ – ‘এক হও’
‘ছয় দফা ছয় দফা’ – ‘মানতে হবে মানতে হবে’

‘শেখ মুজিবের শেখ মুজিবের’ – ‘মুক্তি চাই মুক্তি চাই’
‘আসাদের রক্ত’ – ‘বৃথা যেতে দেবো না’
‘সেক্রেটারিয়েটের ভাইয়েরা’ – ‘বেরিয়ে এসো বেরিয়ে এসো’
‘আইয়ুব খানের দালালদের’ – জ্বালিয়ে মারো, পুড়িয়ে মারো’
‘দিকে দিকে আগুন জ্বালো’ – ‘আগুন জ্বালো আগুন জ্বালো’
‘জাগো জাগো’ – ‘বাঙালি জাগো’
‘আয়ুবের দালাল’ – ‘হুঁশিয়ার হুঁশিয়ার’
‘আয়ুব শাহী’ – ‘ধ্বংস হোক’
‘মাহাজনের গদিতে’ – ‘আগুন জ্বালো একসাথে’
‘ছয় দফার সংগ্রাম’ –‘চলবেই চলবে’
‘তোমার আমার ঠিকানা’ – ‘পদ্মা মেঘনা যমুনা’
‘আইয়ুব খানের দালালরা’ – ‘ভুট্টা দিয়া ছাতু খা’
‘সার্জেন্ট জহুরের রক্ত’ – ‘বৃথা যেতে দেবো না’

‘গোলটেবিল না রাজপথ’ – ‘রাজপথ রাজপথ’
‘জেলের তালা ভাঙবো’ – ‘শেখ মুজিবকে আনবো’
‘শামসুজ্জোহার রক্ত’ – ‘বৃথা যেতে দেবো না’
‘সান্ধ্য আইন সান্ধ্য আইন’ – ‘মানি না মানি না’
‘আগুন জ্বালো আগুন জ্বালো’ – ‘দিকে দিকে আগুন জ্বালো’
‘মানি না’ – ‘মানি না’
‘তোমার নেতা আমার নেতা’ – ‘শেখ মুজিব শেখ মুজিব’
‘জেলের তালা ভেঙেছি’ – ‘শেখ মুজিবকে এনেছি’
স্লোগান সূত্র:
চিলেকোঠার সেপাই / আখতারুজ্জাম ইলিয়াস

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles