9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান ক্রোয়েশিয়ার
ছবি সংগৃহীত

রবিবার আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। এর আগে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে তৃতীয় স্থান অর্জন করেছে লুকা মডরিচের দল।

সপ্তম মিনিটেই লিড নেয় ক্রোয়েশিয়া।

- Advertisement -

ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটাতে আবার হেড বল মরক্কোর জালে পাঠান জোসকো গার্দিউল। দুই মিনিট পরই সমতা ফেরায় মরক্কো। ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন করেন আশরাফ দারি।

ম্যাচের ৪২তম মিনিটে দুর্দান্ত গোলে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ওরসিচ। মার্কো লিভাজার বাড়িয়ে দেওয়া বলে গোলটি করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়াটরা।

দ্বিতীয়ার্ধের খেলায়ও ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া।

- Advertisement -

Related Articles

Latest Articles