8.2 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মিষ্টি অটোয়া

মিষ্টি অটোয়া
ফাইল ছবি

আজ ডাউনটাউনের এক অডিটোরিয়ামে অফিসের বাৎসরিক মিটিং ছিল। মিটিং ফিটিং বরাবরই আমার অপছন্দের। শুধু বড় বড় বুলি; আর হেন করেঙ্গা, ত্যান করেঙ্গা..। দুপুর বারোটায় শেষ হতেই সবাই সুবোধ বালকের মত হাঁটা দিলো অফিসের দিকে। আর আমি হাঁটা দিলাম উল্টো দিকে; অটোয়া নদী, পার্লামেন্ট ভবনের দিকে। ওভাবেই প্ল্যান করা, ব্যাগে ক্যামেরা নিয়ে এসেছি। ওদেরমতো অতটা বেরসিক আমি নোই।
.
কোনো জায়গা ভালোমত পর্যবেক্ষণ করতে হলে একা যেতে হয়। স্বাধীনভাবে, ইচ্ছেমতো হাটঁতে হয়, সময় নিয়ে দেখতে হয়। আজ সেই সুযোগ। বাচ্চাদের সাথে আনলে তারা একদম হাঁটতে চাইবে না, বলবে পায়ে ব্যাথা। খুব পরিচ্ছন্ন, দারুন সব নিপুন আর্কিটেকচারের ছড়াছড়ি এই পার্লামেন্ট হিল এলাকা। চোখ জুড়িয়ে যায়। আমার দেখা এ পর্যন্ত সবচাইতে সুন্দর শহর এই ডাউনটাউন অটোয়া। বিশেষ করে অপরূপা নদীটার কারণে। আর নদীর ঐ পারে অনেক দূরে কুইবেক প্রভিন্সের পাহাড়গুলো দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ঐ পাহাড়গুলোরও জুড়ি নেই।
.
খুব মায়া জন্মে গেছে শহরটার ওপর।
নিজ শহরেও মাঝে মধ্যে ট্যুরিস্ট সাজতে হয়।

আসলে আমরা সবাই ক্ষনিকের ট্যুরিস্ট হিসাবে জন্মাই, যাযাবর হিসেবে আবার কোথায় যেন হারিয়ে যাই।
তাই খুব বেশি সিরিয়াস হতে নেই..

- Advertisement -

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles