-3.2 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

‘এই অতি মাখামাখিটা আমার লাইফে ঝামেলা করে দিচ্ছে’

‘এই অতি মাখামাখিটা আমার লাইফে ঝামেলা করে দিচ্ছে’
<br >পরীমণি ফাইল ছবি

আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন অপরিচিত লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে ‘পরাণ’ ছবি রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে।

এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে এই নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

- Advertisement -

কিন্তু বিশ্বাস কর মিম, রাজের সাথে এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা ও আমার লাইফ- সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলে রাজ তুমি, তোমরা সবাই- এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুঁতোয় আলাপ চলে রাতদিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাতের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।

(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles