15.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি একাই পাবে ২৯০ আসন: রুমিন ফারহানা

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি একাই পাবে ২৯০ আসন: রুমিন ফারহানা
<br >ফাইল ছবি

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আগামী নির্বাচনে সুষ্ঠু ভোট হলে ২৯০ আসন বিএনপি একাই পাবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে বিএনপি চাইলে যেকোনো পরিবর্তন একাই করতে পারবে। কিন্তু বিএনপি ওয়াদা করছে, আগামী নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সব দলমতের মানুষকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। কারণ বিএনপি জয়ীর সঙ্গে বিজেতার হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গঠনে বিশ্বাস করে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -

রুমিন ফারহানা বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে। সাধারণত এক কক্ষবিশিষ্ট সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল স্বৈরতান্ত্রিক চরিত্র ধারণ করে। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ হলে স্বৈরতান্ত্রিক চরিত্র ধারণ করার সম্ভাবনা থাকে না। এক কক্ষবিশিষ্ট সংসদের চেয়ে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদে জবাবদিহিতা আরও বেশি শক্তিশালী থাকে। দ্বি-কক্ষবিশিষ্ট সংসদে সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে পরিপক্ব সিদ্ধান্ত নেওয়া যায়।

বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শাম্মী আক্তার, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলী আহম্মদ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুসহ বিএনপি নেতৃবৃন্দ।

- Advertisement -

Related Articles

Latest Articles