21.3 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

এবার সালমানের প্রেমে পূজা!

এবার সালমানের প্রেমে পূজা!
ছবি সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান সুপার সিঙ্গেল হলেও তার ব্যক্তিগত জীবনে গার্লফ্রেন্ডের তালিকা কিন্তু বলে শেষ করা যাবে না। এবার সেই তালিকায় ঠাঁই পেল পূজার নাম।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের বিষয়ে তথ্য জানতে ভক্তদের আগ্রহ সবসময়ই ছিল। এখনও আছে। তবে বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে বরাবরই আগ্রহ থাকে সবার তুঙ্গে। এবার এই সুপার সিঙ্গেলকে নায়িকা পূজার জন্য সময় ব্যয় করতে দেখা গেল।

- Advertisement -

৩২ বছরের জন্মদিন পালন করেছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নায়িকা পূজা হেগড়ে। এই ছবির সেটেই নায়িকার জন্মদিন পালন করে নিজের হাতে কেক খাওয়াতে দেখা গেছে সালমানকে।

আরও পড়ুন: বলিউডে মুক্তি পেল যশের ‘ইয়ারিয়া টু’র টিজার

কেকে ছোট্ট কামড় বসিয়ে পূজাকে জড়িয়ে নিয়েছেন বলিউড ভাইজান। বৃহস্পতিবার সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হওয়ার পর নেটিজেনদের চোখে ঘুম নেই।

তবে কি সালমানের নতুন গার্লফ্রেন্ডের তকমা পেতে যাচ্ছেন পূজা হেগড়ে। অন্যদিকে পূজাও নিজের পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি না করে শুধু সালমানকেই প্রাধান্য দিয়েছেন। তাই বলা যায়, শুধু পূজায় সালমান নয়, সালমানেও মজেছেন পূজা হেগড়ে।

সূত্র: আনন্দবাজার

 

- Advertisement -

Related Articles

Latest Articles