23.9 C
Toronto
মঙ্গলবার, মে ২১, ২০২৪

মুসলিমকে বিয়ে করলেন না কেন? প্রশ্নে তুখড় জবাব নুসরাতের

মুসলিমকে বিয়ে করলেন না কেন? প্রশ্নে তুখড় জবাব নুসরাতের
অভিনেত্রী নুসরাত জাহান

বিতর্ক যেন পিছুই ছাড়ে না নুসরাত জাহানের। অভিনেত্রী যা কিছুই করেন না কেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় শোরগোল। এই যেমন গত রবিবার ইনস্টাগ্রামে নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতে উঠেছিলেন নুসরাত। খেলা চলছিল ভালই। কিন্তু হঠাৎই এক নেটিজেনের প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন নুসরাত। তবে এড়িয়ে গেলেন না। বরং নেটিজেনকে দিলেন উচিত জবাব।

ইনস্টাগ্রামে জনৈক নেটিজেন হঠাৎ করেই নুসরাতকে প্রশ্ন করে বসেন, আপনি কেন মুসলিমকে বিয়ে করেননি? ব্যস, এরকম প্রশ্ন শুনে নিজেকে ঠিক করে রাখতে পারলেন না নুসরাত। অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’।

- Advertisement -

গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন। এর কিছু সময় পরই কাজে ফেরেন নুসরাত। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে ওঠেন। তার সেই রূপের ছটাই যেন থাইল্যান্ডের সৈকতে দেখা যাচ্ছে। তাতে অনেকেই মুগ্ধ হয়েছেন। অভিনেত্রীকে মোহময়ী আখ্যা দেওয়া হয়েছে। তবে এর মধ্যেও কটাক্ষের পালা অব্যাহত রয়েছে। একজন লেখেন, “আমাদের বসিরহাটের রাস্তায় জল জমে আছে। ৪-৫ বস্তা বালি নিয়ে আসবেন।” আরেকজন আবার বিদ্রূপের ছলে লিখেছেন, “এই না হলে সাংসদ। আপনাকে নিয়ে গর্ব হয় ম্যাডাম।”

অবশ্য, নুসরাতের এই ছবি টালিউডের তারকাদের বেশ লেগেছে। বিশেষ করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর। দু’জনেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী-সাংসদকে। গত কয়েকদিন ধরেই থাইল্যান্ড ঘোরার ছবি শেয়ার করছেন নুসরাত। এই সফরে তার সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্ত ।

শার্টলেস হয়ে বালিতে শুয়ে থাকার ছবি আপলোড করেছেন তিনিও। ছবির ক্যাপশনে যেন নুসরাতের উদ্দেশেই অভিনেতা লিখতে চেয়েছেন, “তোমার নজর কাড়ার জন্য।”

সূত্র: সংবাদ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles