15.7 C
Toronto
শুক্রবার, আগস্ট ১২, ২০২২

খান এবং বচ্চন পরিবারে নতুন রসায়ন!

- Advertisement -
ছবি সংগৃহীত

সম্পর্ক অনেক দিনের। কারণ একজনের নানা অভিতাভ বচ্চন এবং অন্যজনের পিতা শাহরুখ খান, যে দু’জন দীর্ঘ সময় ধরে বলিউডের শীর্ষ অবস্থানে রয়েছেন। এবার তাদের পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা নাম লেখাতে চলেছে বলিউডে খাতায়। তবে অভিষেক ঘটার আগে নতুন রসায়নে কী জড়ালেন সুহানা এবং অগস্ত্যর?

জোয়া আখতারের সিনেমাতে হাতেখড়ি হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খান, অভিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ-সহ একাধিক তারকা সন্তানের। জনপ্রিয় আমেরিকান কমিক স্ট্রিপ আর্চি-র দেশীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

যেহেতু তারা তারকা সন্তান, তাই শহরের যে কোনাতেই তারা থাকুন না কেন, ক্যামেরা তাদের ফ্রেমবন্দি করতে ছাড়ে না।

এই তো দু’দিন আগে সহ-অভিনেতা অগস্ত্যর সঙ্গেই বেরিয়েছিলেন কফি খেতে। তাদের একসঙ্গে দেখেই শুরু ক্যামেরার ঝলকানি। তবে সঙ্গে অবশ্য ছিলেন অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দও।

বান্দ্রার এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন তারা। কালো টপ আর নীল জিন্সে সুহানা উষ্ণতা ছড়াছিলেন। যেন ঠিক পাশের বাড়ির মেয়েটি।

আর এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কী নতুন রসায়নে সুহানা এবং অগস্ত্যর।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles