10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ মুরাদ হাসান এমপি

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবির সমর্থনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ মুরাদ হাসান এমপির সঙ্গে মতবিনময় করেছে কানাডা আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামী লীগ ও যুবলীগ ।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্হিতিতে মন্ট্রিয়ালের ক্যাফে রয়েল রেস্টুরেন্ট অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া ও সঞ্চালনায় ছিলেন ক্যুইবেক আওয়ামী লীগর সভাপতি কবি সহিদ রহমান। সভায় মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ মুরাদ হাসান এম, পি প্রধান অতিথি ও কানাডায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার ড. খলিলুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

- Advertisement -

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দরা খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মন্ত্রীর সাথে খোলামেলা আলোচনায় অংশ গ্রহণ করেন। মন্ত্রী তার বক্তব্যে খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টা চলমান আছে বলে সকলকে আশ্বস্ত করেন। মন্ত্রী আরও বলেন, এই বিষয়টা কানাডা ও বাংলাদেশের সরকারের কূটনৈতিক পর্যায়ে সমাধান করার পর্যায় থাকায় রাষ্ট্রীয় গোপনীয়তা পালনের বাধ্যবাধকতায় বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ নেই। এই সময় মন্ত্রী বঙ্গবন্ধু হত্যার বিষয় তুলে ধরে হত্যার নেপথ্যের অন্যতম কুশীলব খুনি জিয়া ও তার পরিবারের লুটপাটের বিষয় উল্লেখ করেন। বিশেষ করে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত লন্ডনে পলাতক জিয়া পুত্র তারেককে দেশে ফিরিয়ে আনার আশাবাদও ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসে বসে যেসব কুলাঙ্গাররা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের ব্যাপারেও অচিরেই ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। অধিকন্তু অ-নিবন্ধিত নিউজ পোর্টাল গুলো আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়ার বিষয়টাও মন্ত্রী উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে হাই কমিশনার ড. খলিলুর রহমান খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে উনার বিভিন্ন গৃহীত উদ্যোগ উল্লেখপূর্বক এ ব্যাপারে আরও কর্মকাণ্ড চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে সভার সভাপতি গোলাম মাহমুদ মিয়া জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’প্রদান ও ‘জুয়েল ইন দি ক্রাউন অব দি ডে’অভিধায় ভূষিত করায় কানাডা আওয়ামী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। পরিশেষে তিনি অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles