10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বন্যার্তদের সাহায্য করুন

বন্যার্তদের সাহায্য করুন
বন্যাকবলিত একটি এলাকা

সিলেট বা সুনামগঞ্জ বাংলাদেশের বাইরে না !

বন্যার্তদের সাহায্যে যথাযথ ব্যবস্থা নিন।

- Advertisement -

দেশের প্রতিটি এলাকার প্রতিটি মানুষের দুর্যোগকালীন সাহায্য পাওয়ার অধিকার আছে। সিলেট, সুনামগঞ্জ বা আসে পাশের এলাকার বন্যা পরিস্থিতি বা পাহাড়ি ঢলে জমির ধান নষ্ট হয়ে যাওয়ার খবর বেশ কয়েক সপ্তাহ/মাস ধরে শুনছি, কিন্তু এখনকার তীব্রতা/ভয়াবহতা অকল্পনীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই বন্যার তীব্রতা/ভয়াবহতার তুলনায় ত্রাণ বা সাহায্যের তৎপরতা সেই রকম লক্ষণীয় নয়। এমনকি মিডিয়াগুলিতেও সেই রকম তৎপরতা দেখি নাই। এই দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়া উচিত।

৮৮র বন্যায় আমার নিজের পরিবার ভুক্তভোগী। মাত্র ২/৩ ঘন্টার ব্যাবধানে বাইরের জমির থেকে পানি ঘরের মেঝে চলে আসে। ভাগ্যক্রমে আমাদের একটি উপরতলা ছিল তাই প্রয়োজনীয় কিছু জিনিস অল্প সময়ের মধ্যে উপরে তোলা গিয়েছিলো। অনেক কিছু নষ্টও হয়েছিল। কিন্তু যাদের ওই অবস্থা ছিল না তাদেরকে পার্শবর্তী রাস্তার অল্প অল্প কিছু জেগে থাকা জায়গার উপর খোলা আকাশের নিচে থাকতে হয়েছিল, গরু ছাগলের সঙ্গে শেয়ার করে। নৌকা বা কলাগাছের ভেলা ছাড়া কোনো Transportation ছিল না। সে এক অবর্ণনীয় দুর্ভোগ।

উপরতলা থেকে নিচে পানির স্রোত দেখে মনে হতো কখন যেন ঘরটা ভেঙে নিয়ে যায়, যেটা এখন সিলেট এলাকায় হচ্ছে।
দেশের সরকার এবং যাদের সাহায্য করার সামর্থ আছে তাদের সবার দলমত নির্বিশেষে এখন একযোগে এই বিপদের মোকাবেলা করা উচিত।
সৃষ্টিকর্তা যেন এই দুর্যোগ থেকে আমাদের দেশের ওই সমস্ত এলাকাকে মুক্ত করেন এবং বন্যাকবলিত মানুষদের রক্ষা করেন।

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles