3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কান্তজী মন্দির : নবরত্ন মন্দিরের একটি নিদর্শন

কান্তজী মন্দির : নবরত্ন মন্দিরের একটি নিদর্শন - the Bengali Times
ফাইল ছবি

কান্তজী মন্দির যে নবরত্ন মন্দিরের একটি নিদর্শন সেটি আগে খেয়াল করিনি। আজ জানলাম ১৮৯৭ সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হলে অনেক সংস্কারের পর বর্তমান রূপে ফিরিয়ে আনা হয়, কিন্তু নয়টি চূড়া আর পূনঃস্থাপন করা হয়নি। প্রথম ছবিটি উপর থেকে তোলা বলে স্পষ্ট হচ্ছে উপরের চূড়াগুলোর অবস্থান। দ্বিতীয় ছবিটি ১৮৭১ সালের। সেখানে মন্দিরের মূল সৌকর্য স্পষ্ট হয়েছে।

আজ খেয়াল করলাম সিরাজগঞ্জ জেলার সলংগা থানার অন্তর্গত হাটিকুমরুলে একটি নবরত্ন মন্দির রয়েছে। সেটিকে বাংলাদেশের সর্ববৃহৎ

- Advertisement -

নবরত্ন মন্দির বলা হচ্ছে। তৃতীয় ছবিটি সেই মন্দিরের। কিন্তু সেই মন্দিরেরও চূড়াগুলো নেই কেন সেটা ভাবছি। উল্লেখ্য যে সেই মন্দিরটির গায়েও রয়েছে পোড়ামাটির শিল্পকর্ম।

- Advertisement -

Related Articles

Latest Articles