6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

CAARU-র স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী পালন

Caaru-র স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী পালন
CAARU র স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী পালন

গত ২৭ মার্চ রবিবার দুপুর ১২ টায় CAARU (Canadian Alumni Association of Rajshahi University) ভার্চুয়ালি বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করে। এই আয়োজনে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও তাদের পরিবারবর্গ। করোনাকালীন কঠিন সময়ে ঘরবন্দি অবস্থায় এমন একটি আয়োজন সবার মাঝে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। সঞ্চালক ফারজানা হক বেবি রজনীকান্ত সেনের “স্বাধীনতার সুখ” কবিতার চরণ দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তাঁর ব্যতিক্রমী উপস্থাপন ছিল প্রশংসনীয় । স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সবিতা সোমানী, হুমায়ূন কবীর ও তার সহধর্মিনী, জাহান, সৌরভ ধ্রুব, মো. ইকবাল, জাবেদ জুয়েল, সুমন জাফর এবং মুস্তাফিজ খান পাপ্পু।

অনুষ্ঠানটিতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পরবর্তী প্রজন্মের ক্ষুদে শিল্পীরা, যারা CAARU পরিবারের একটি অংশ। এর মাঝে আফ্রিদা কবীরের আবৃত্তি, রায়ান তাহিমের স্বাধীনতা দিবসের উপর বিশেষ আলোচনা এবং ফারহান ইসলামের গান সবার মন ছুঁয়ে যায়। স্বরচিত কবিতা পড়ে শোনান নয়ন হাফিজ, একাত্তরের চিঠি পাঠ করেন অজন্তা চৌধুরী এবং স্মৃতিকথায় কিছু মূল্যবান বক্তব্য রাখেন মো. রবিউল আলম, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

- Advertisement -

টরন্টোতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা হৃদয়ে ধারণ করে মতিহার চত্বর। উল্লেখ্য বিভিন্ন উৎসব পার্বণে CAARU -র আয়োজনগুলো কানাডায় তথা টরন্টোতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে আসছে সব সময়।

- Advertisement -

Related Articles

Latest Articles