11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

‌’ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করতে আমরা দেখেছি’

‌'ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করতে আমরা দেখেছি'
নিহতদের স্মরণসভায় প্রধামন্ত্রী ট্রুডো

কানাডার অন্টারিও প্রদেশে একটি মুসলিম পরিবারের ওপর দিয়ে ট্রাক চালিয়ে নিহতদের লন্ডন মুসলিম মসজিদে জানাযায় হাজারো মানুষের ঢল নামে। গত শনিবারের ওই জানাযায় ইমামতী করেন লন্ডন মুসলিম মসজিদের ভারপ্রাপ্ত ইমাম শেখ আরিজ আনোয়ার। জানাজার আগে ইমাম বলেন, সমগ্র কানাডা থেকে সমর্থনের যে বান তাতে তিনি অভিভূত। ঘৃণার নামে এই অপরাধ ঘটানো হয়েছে এবং যে ধরনের ভালোবাসা আমরা পেয়েছি তা দিয়ে এর নিরাময় হয়েছে। ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করার যে শ্লোগান আমরা শুনতাম সেই অভিজ্ঞতা হলো প্রত্যক্ষভাবে। ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করতে আমরা দেখেছি।

নিহতদের এক স্বজন এই শোক বহন করার সাহস জোগানোয় বন্ধু ও অপরিচিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আলি ইসলাম নামে ওই স্বজন শনিবার জানাজায় ভাতিজী মাদিহা সালমান ও তার স্বামী সালমান আফজাল, তাদের ১৫ বছরের মেয়ে ইয়ুমনা সালমান ও আফজালের ৭৪ বছর বয়সী মা তালাত আফজালের প্রতি শ্রদ্ধা জানানোর সময় এই ধন্যবাদ দেন।

- Advertisement -

আলি ইসলাম নিহতদের চারিত্রিক বৈশিষ্টের প্রশংসা করে বলেন, এই মৃত্যু আমার পরিবার ও নিহতদের পরিচিতজনদের কাছে বিরাট ক্ষতি। কানাডা ও কানাডার বাইরে থেকে আসা সমবেদনার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয় একটি মসজিদের সামনে জড়ো হওয়া জনতার উদ্দেশে তিনি বলেন, নির্ভেজাল যে সহানুভূতি, প্রার্থনা ও স্বান্তনার বার্তা আমাদের পরিচিত ও অপরিচতদের কাছ থেকে এসেছে সেগুলো এই শোক ভোলার প্রথম ধাপ। বেদনা, নির্ঘুম রাত আমাদের কেবল একাই কাটেনি।

হামলার পর আমাদের কিভাবে সাহায্য করতে পারেন অনেকে তাও জানতে চেয়েছেন বলে জানান আলি ইসলাম। তিনি বলেন, আমি আপনাদের বলবো ভালোবাসা ও সহমর্মিতার নিদর্শন সৃষ্টি করতে। যারা আপনাদের মতো নয় তাদের কাছ থেকে কিছুটা সময় বের করতে বলবো আপনাদের। আপনাদের ভালোবাসা দিয়ে অন্যদের উৎসাহিত করতে বলবো। বিনয়ী হোন, সত্যবাদী হোন এবং সৃষ্টিশীল ও সাহসী হোন। যতদিন আমরা বেঁচে থাকবো পরিবারের সদস্যদের স্মৃতি আমাদের মধ্যে রয়ে যাবে।

কানাডায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রাজা বশির এ সময় বলেন, পাকিস্তানের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বজন হারানোর পাশে দাঁড়িয়েছেন। এই চমৎকার পরিবারটির ওপর যে ভয়াবহতা নেমে এসেছে তার জন্য আমাদের সবার হৃদয়েই রক্তক্ষরণ হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles