11.4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কানাডার ভ্যাকসিনেশনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে ট্রুডোর উদ্যোগ

কানাডার ভ্যাকসিনেশনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে ট্রুডোর উদ্যোগ
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

১২ বছর ও তার বেশি বয়সী প্রায় ৮২ শতাংশ কানাডিয়ান অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। উভয় ডোজ নিয়েছেন ৬৯ শতাংশ। বিশ্বে এটাই ভ্যাকসিনেশনের সর্বোচ্চ হার। তারপরও কানাডার ৬০ শতাংশ মানুষ এখনও অরক্ষিত অবস্থায় রয়েছেন। ৪৮ লাখ শিশুও ভ্যাকসিন গ্রহণের অনুমতি এখনও পায়নি। এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কিছু কর্মক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ভ্যাকসিনেশনকে অন্য উচ্চতায় নিয়ে যেতেই এ উদ্যোগ বলে জানান তিনি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের অনুরোধ রক্ষা করে কানাডায় বুস্টার ডোজের প্রয়োগ পেছাবেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি জাস্টিন ট্রুডো। বিশে^র আরও দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বুস্টার ডোজের দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রধান।

- Advertisement -

চাইল্ড কেয়ারের জন্য ৬ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণার জন্য বৃহস্পতিবার মন্ট্রিয়লে ছিলেন জাস্টিন ট্রুডো। নিজের বক্তৃতার মধ্য দিয়ে এদিন মনোযোগ তার দিকে টেনে নেন কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু। কিছু অনাবশ্যক সেবার ক্ষেত্রে কুইবেক ভ্যাকসিন পাসপোর্ট চালু করবে বলে ফ্রাসোয়াঁ লেগু তার বক্তৃতায় উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর আগে দেশে ভ্যাকসিন পাসপোর্ট চালুর ব্যাপারে অনাগ্রহী থাকলেও কুইবেকের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, কোনো ফেডারেল কর্মীর ভ্যাকসিন নেওয়া জরুরি কিনা তা খুঁজে দেখতে দেশের শীর্ষ আমলাদের নির্দেশ দিয়েছি।

ট্রুডো বলেন, এ কারণেই ফেডারেল পাবলিক সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত প্রিভি কাউন্সিলের ক্লার্ককে ফেডারেল কর্মীদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক কিনা তা খতিয়ে দেখতে বলেছি। এছাড়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শিল্পেও আমরা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করছি অথবা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছি।

- Advertisement -

Related Articles

Latest Articles