12.5 C
Toronto
রবিবার, মে ২২, ২০২২

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ৫ হাজার শিশুর জন্ম

- Advertisement -

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে ৫ হাজার শিশুর জন্ম - The Bengali Times

ইউক্রেনে চলমান সংঘাতে অন্তত পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র জো ইংলিশ।

- Advertisement -

পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে সংবাদমাধ্যম আলজাজিরাকে জো ইংলিশ বলেন, এই শিশুদের প্রত্যেকের একটি স্বতন্ত্র গল্প রয়েছে। এগুলো এমন শিশু, যাদের জীবন ওলটপালট গেছে। তাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, ইউক্রেনের শিশুদের ভীষণভাবে শান্তি প্রয়োজন এবং এটি তাদের এখনই প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩১ লাখের বেশি মানুষ।

এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles