19.8 C
Toronto
শনিবার, মে ২৮, ২০২২

ভক্ত বিকিনি পরা ছবি চাওয়ায় দিশা যে কাণ্ড করলেন

- Advertisement -
ভক্ত বিকিনি পরা ছবি চাওয়ায় দিশা যে কাণ্ড করলেন - The Bengali Times
বলিউড অভিনেত্রী দিশা পাটানি

প্রায়ই তার বিকিনি পরা ছবি সোশাল মিডিয়ায় দিয়ে থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। কখনো তা কোনো সিনেমার দৃশ্য কখনো বা অবসর সময়ের ছবি। এইসব ছবি দিয়ে ভক্তদের কাছাকাছি থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’-এমন একটি স্টোরি দিয়েছিলেন দিশা। সেখানে এক ভক্ত তার সেরা বিকিনির ছবি শেয়ার করতে অনুরোধ করেন।

- Advertisement -

এর উত্তরে, বিকিনি পরা সীলের একটি ছবি শেয়ার করেন দিশা। প্রাণীটির চোখে পরা ছিল সানগ্লাস।

এদিকে বলিউডের বিনোদনভিত্তিক সাইট কইমই ডটকম জানিয়েছে, মোহিত সুরির পরবর্তী সিনেমা ‌‌’এক ভিলেন রিটার্নস’ এ দিশা পাটানিকে দেখা যাবে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। এছাড়াও দিশা পাটানির আরও দুটি সিনেমার কাজ চলছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles