27.8 C
Toronto
শনিবার, জুলাই ১৩, ২০২৪

‘প্রত্যেক বিয়ের পরেই কেন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে?’

‘প্রত্যেক বিয়ের পরেই কেন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে?’ - the Bengali Times

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে বিয়ের পর আলোচনায় চলে আসেন রোশান সিং। তবে বেশিদিন টিকেনি শ্রাবন্তী-রোশানের সংসার। তাদের বিচ্ছেদের মামলা চলছে আদালতে। গণমাধ্যমে গুঞ্জন, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী। তাদের বাগদানও নাকি হয়ে গেছে।

- Advertisement -

এর মধ্যেই রোশান সিংয়ের নতুন স্ট্যাটাস সামনে এসেছে। তাতে রোশান লিখেছেন, ‌‘প্রত্যেক বিয়ের পরেই কেন একটি করে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় সে?’

টলিপাড়ার কানাঘুষো, শ্রাবন্তীর উদ্দেশেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রশ্ন ছুড়েছেন রোশান। এ বিষয়ে রোশানের জবাব, “কাউকে উদ্দেশ্য করে এই স্টোরি দিইনি। আমি এক জন পুরুষ। তাই সাধারণভাবে এক জন মহিলার কাছে এই প্রশ্ন রেখেছি।”
উল্লেখ্য, অভিনেত্রী শ্রাবন্তী ২০০৩ সালে ভালোবেসে পরিচালক রাজীবের সঙ্গে ঘর বাঁধেন। ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। এরপর ওই বছরই কৃষাণ ভিরাজের সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন তিনি। বছর না ঘুরতেই সেই সম্পর্কও ভেঙে যায়। ২০১৯ সালের ১৯ এপ্রিল রোশানকে বিয়ে করেন শ্রাবন্তী। দুই বছর ধরে আলাদা থাকছেন শ্রাবন্তী ও রোশান।

- Advertisement -

Related Articles

Latest Articles