20.2 C
Toronto
শুক্রবার, মে ২৭, ২০২২

সন্তান প্রসবের হারে মহামারির কোনো প্রভাব পড়েনি

- Advertisement -
সন্তান প্রসবের হারে মহামারির কোনো প্রভাব পড়েনি
ছবি/কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

গত সাড়ে ১৭ বছরে মৃত ও আগাম সন্তান প্রসবের যে হার, প্রায় একই রকম হার দেখা গেছে মহামারির প্রথম বছরেও। মঙ্গলবার কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, অন্টারিওতে মৃত সন্তান প্রসবের যে হার, তাতে মহামারির কোনো প্রভাব পড়েনি।

গবেষণাটি পরিচালনা করেছেন মাউন্ট সিনাই হসপিটাল ও আইসিইএসের গবেষকরা। গবেষণায় অন্টারিওর ১৩ থেকে ৫৯ বছর বয়সী ২৪ লাখ গর্ভবতী মায়ের তথ্য মূল্যায়ন করা হয়েছে। সময়কাল ধরা হয়েছে ২০০২ সালের জুলাই থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। সর্বনিম্ন ৭ দশমিক ৩২ ও সর্বোচ্চ ৮ দশমিক ৫৯ শতাংশ ধরে আগাম সন্তান প্রসবের গড় হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। আর মহামারির বছর ধরা হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে আগাম সন্তান জন্মের হার পাওয়া গেছে ৭ দশকি ৮৭ শতাংশ।

- Advertisement -

সর্বনিম্ন দশমিক ৪৮ ও সর্বোচ্চ দশমিক ৭ শতাংশ ধরে মৃত সন্তান প্রসবের গড় হার হিসাব করা হয়েছে দশমিক ৫৬ শতাংশ। মহামারির প্রথম বছর মৃত সন্তান প্রসবের হার পাওয়া গেছে দশমিক ৫৩ শতাংশ।

মহামারির মধ্যে মৃত ও আগান সন্তান প্রসবের হারে কোনো পরিবর্তন এসেছে কিনা তা যাচাই করতে মহামারির আগের তিন বছর ও মহামারির এক বছরের মাসিক হারের মধ্যেও তুলনা করেছেন গবেষকরা। তাতেও মহামারির এক বছরে মৃত ও আগাম সন্তান প্রসবের হারে কোনো বৃদ্ধি বা হ্রাস দেখা যায়নি।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles