20.2 C
Toronto
শুক্রবার, মে ২৭, ২০২২

অটোয়া রিভার

- Advertisement -
অটোয়া রিভার
বি/জাভেদ ইকবাল

কানাডার বেশিরভাগ নদী দেখে মন ভরে না। কারণ ওগুলো খুব চিকন আর মরা; নালার মতো। আর যেগুলো বড়, সেগুলো আবার মহা রূপসী। অটোয়ায় এসে মনের সাধ মিটানো একটা নদী পেয়ে গেছি। আমার আনন্দ আর ধরে না। সুযোগ পেলেই অফিস থেকে ফিল্ডে যাবার অজুহাতে বেরিয়ে নদীর ধারে গিয়ে বসে থাকি। শুধু একটা জিনিসের খুব অভাব; সমুদ্র। মানুষের জীবনে গ্রাম-গঞ্জ, শহর, বন, নদী, পাহাড়, সমুদ্র সবকিছুরই প্রয়োজন আছে। বাংলাদেশের মানুষের কল্পনাতেও নেই, যে তারা বিশ্বের সবচাইতে সুন্দর সমুদ্রটা নিয়ে বসে আছে! সবচাইতে সুন্দর আর শ্বাসরুদ্ধকর বন; সুন্দরবনও তাদের হাতের মুঠোয়।

অটোয়া নদীর ঠিক ওপারে কুইবেক প্রভিন্স। এই নদী অন্টারিও আর কুইবেককে আলাদা করে রেখেছে। আমার চোখ চকচক করে কুইবেকের পাহাড়গুলো দেখে। ওগুলোও এখন হাতের নাগালে! বাংলাদেশের মানুষ কি জানে, পার্বত্য চট্টগ্রামের মতো সুন্দর সবুজ পাহাড় দুনিয়ার আর কোথাও নাই?

- Advertisement -

নদীর পাশে বসলে নেশা ধরে যায়; আরেকটু বসি.. আরেকটু বসি। কত যে জমানো কথা আছে নদীকে বলবার..

স্কারবোরো, কানাডা

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles