2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মৌলবাদ জঙ্গীবাদ নিপাত যাক

মৌলবাদ জঙ্গীবাদ নিপাত যাক
সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল ধর্মান্ধ মৌলবাদী শক্তি জেএমবি

১৭ আগস্ট , ২০০৫ সাল। সেই ভয়াল দিন। সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল ধর্মান্ধ মৌলবাদী শক্তি জেএমবি । মানুষ মেরে দেশকে অন্ধকারে দিকে টেনে নিতে চেয়েছিল শায়খ আব্দুর রহমান, বাংলাভাই গং। ভুলিনি সেই অন্ধকার দিনগুলি।

সেদিন দুপুর ১টায় আমি ও আমার বড় ফুপি, ফুপা, রুমন, ফয়সাল, সনি সবাই ছিলাম ঢাকা এয়ারপোর্টে। আমার কাজিন ইমরান সুইডেন যাচ্ছে পড়তে, তাকে

- Advertisement -

সি অফ করতে গিয়েছিলাম। মনে পড়ে মুর্হুমুহু বোমা বিস্ফোরণে বিমানবন্দর এলাকা কেঁপে উঠেছিল। ভয়ানক আতংক নিয়ে সেদিন বাসায় ফিরে এসেছিলাম।

জংগী বাংলাভাইরা আদালতচত্ব্বরে আইনজীবি, বিচারককে বোমা মেরে খুন করেছে, গাছে উলটো করে মানুষ ঝুলিয়ে নির্মমভাবে খুন শেষে তাদের পাশবিক উল্লাসে শ্লোগান দিয়েছিল ” আমরা সবাই তালেবান / বাংলা হবে আফগান!”

মৌলবাদীদের উত্থানে আতংকিত সাধারন মানুষের উদ্বেগকে পাত্তা দেয়নি সেদিনের শাসকগোষ্ঠি। বরং অন্ধকারের শক্তিকে প্রচ্ছন্ন মদদ দিয়েছে। তাদের ক্ষমতার অংশীদার স্বাধীনতা বিরোধী নিজামী, মুজাহিদরা বলেছিল, ” বাংলাভাই বলে কিছু নেই।এসব মিডিয়ার সৃষ্ঠি। ”

তাদের সেই মিথ্যাচার ছিল জেএমবির প্রতি প্রত্যক্ষ সমর্থন। ততকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে জেএমবি ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল। তারই অংশ হিসেবে ঘটে একযোগে সিরিজ বোমা হামলা।

সিরিজ বোমা হামলা ও মৌলবাদীদের মধ্যযুগীয় কায়দায় সেই তান্ডব ভুলি কি করে?

মৌলবাদী শক্তি নিপাত যাক।

প্রগতির পথে হাঁটুক মানুষ।

মন্ট্রিয়েল, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles