21.5 C
Toronto
মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২

শো ইউর ফেইস!

- Advertisement -
পরীমনি

পরীমনি নয়, আপনার প্রধান উদ্বেগ ও আলোচনার বিষয় হওয়া উচিত করোনার টিকা। হিন্দি সিনেমায় একটা ডায়লগ থাকে, ‘আওকাত পে আ গায়া! অর্থাৎ আসল চেহারা বের হয়ে গেল তো!

আমাদের জাতির আসল চেহারা কী? জাতীয় দুর্যোগ যেখানে প্রতিদিন সরকারী হিসেবে গড়ে ২৫০ জন মানুষ মারা যাচ্ছে (বেসরকারীটা কেউ জানে না, মিডিয়া, এনজিও বা গবেষনার ছাত্রদের উচিত সেটা বের করা), সেখানে পরীমনির মদ খাওয়ার আলোচনা নিয়ে মগ্ন থাকা কি আমাদের আসল চেহারা বের করে দেয় না? ভাবখানা এমন যে, মদ খায় পরীমনি আর নেশায় বুঁদ হই আমরা!

টিকা বিরোধী পোষ্ট দেবার জন্য ফেসবুক শতাধিক লোকের একাউন্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ টিকা একটা সিরিয়াস বিষয়। এখন সমগ্র বাঙালী জাতির উচিত টিকা নিয়ে আলোচনা করা। কে কবে কখন কিভাবে দ্রুত টিকা নিতে পারেন সেটা নিয়ে আলোচনা করা। টিকা ব্যবস্হাপনার ত্রুটি নিয়ে কথা বলা, সেগুলো সংশোধন করে নিজ নিজ পরিবার, পাড়া মহল্লায় কে কত টিকা পেল, টিকা নেবার ক্ষেত্রে কারা কারা এগিয়ে গেল, অন্যরা কেন পিছিয়ে থাকলো সেগুলো নিয়ে আলোচনা করা!

নিজেদের আওকাত দেখাতে হবে। দল, লীগ, ক্লাব, সমিতি, ফাউন্ডেশন, ফোরাম সবাইকে এখন আওকাত দেখানোর সময়!

পরীমনি টাইপের আওকাত নাকি জীবন মরণ সমস্যা থেকে উত্তোরণের আওকাত। আমাদের আসল চেহারা আসলে কেমন? শো ইউর ফেইস! ইজ ইট আগলী অর বিউটিফুল, হ্যান্ডসাম!

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles