13.3 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

ছাত্রলীগ নেত্রীকে মারধর : কেন্দ্রীয় নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছাত্রলীগ নেত্রীকে মারধর : কেন্দ্রীয় নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - the Bengali Times

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন। তবে বিষয়টি আজ মঙ্গলবার জানা গেছে।

- Advertisement -

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারিা করা হয়েছে তারা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন।

জানা গেছে, এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। শুনানি শেষে গতকাল সোমবার আদালত আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ফাল্গুনী দাস আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles