10.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিশ্বকাপে রেফারি হতে চান অশ্লীল ছবির এই মডেল

বিশ্বকাপে রেফারি হতে চান অশ্লীল ছবির এই মডেল
ডেবোরা পেইজোটো ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ ডেবোরা পেইজোটো। যুক্তরাষ্ট্রের মডেল তিনি। পাশাপাশি লন্ডনের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটেও কাজ করেন। প্রায়ই তাকে ভক্তদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে দেখা যায়। এর বাইরে লাস্যময়ী এই মডেল এবার আরেকটি স্বপ্নে কথা বলেছেন।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানায়, ডেবোরা হতে চান ফুটবল রেফারি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, সেই আসরে সহকারী রেফারির ভূমিকা পালন করতে চান তিনি। যার জন্য এ বছরেই রেফারি হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার কথা ভেবেছেন।

- Advertisement -

তবে রেফারির প্রশিক্ষণ নিতে নিজের দেশে নয়, বেছে নিয়েছেন ব্রাজিলকে।পেলে-নেইমারদের দেশের মিনাস গেরাইস প্রদেশে প্রশিক্ষণ নেবেন ডেবোরা। ইতোমধ্যেই তিনি প্রশিক্ষণের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। সোস্যাল সাইটে রেফারির পোশাকে কয়েকটি ছবি দিয়েছেন।

এ নিয়ে ৩০ বছরের এই মডেল বলেন, ‘প্রথমত আমি এক জন নারী। ফুটবলে পুরুষদের আধিপত্যের কথা জানি। আমার মতো নারীরা সেখানে আসতে চাইলে অবিশ্বাস্য মনে হতে পারে। দ্বিতীয়ত, আমি ‘ওনলিফ্যান্স’ নামে পর্নোগ্রাফিক একটি ওয়েবসাইটের জন্য কাজ করি। অনেকে মনে করতে পারেন, ওই ধরনের ওয়েবসাইটের হয়ে কাজ করি বলে মাথায় বুদ্ধি নেই। বেশি কিছু বুঝি না। মনে হতে পারে, অন্য কিছু উপভোগ করি না। কিন্তু বিষয়টা একদমই তেমন নয়।’

ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর সমর্থক ডেবোরা। প্রিয় ক্লাবের সমর্থনেও সমাজমাধ্যমে নানা কিছু পোস্ট করেন তিনি। এ বার প্রিয় ক্লাবের দেশকেই বেছে নিয়েছেন রেফারির প্রশিক্ষণের জন্য। কাতার বিশ্বকাপে প্রথম বার মহিলা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছিল ফিফা। তা দেখেই রেফারি হওয়ার ইচ্ছা হয়েছে ফুটবল ভক্ত আমেরিকার মডেলের। লাস্যময়ী মডেল বলেছেন, ‘এক দিন বাসে সফর করার সময় প্রথম ভাবনাটা আসে। আমার বাড়ির একটা ঘর শুধু ফুটবলের জন্যই সংরক্ষিত রেখেছি। আমি চাই সম্পূর্ণ নিরপেক্ষ এক জন রেফারি হতে।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের সদস্য ও ভক্তদের পাশে পাচ্ছি। সকলে আমাকে উৎসাহ দিচ্ছেন নতুন এই কাজের জন্য। তাদের উৎসাহ ছাড়া জীবনের এই নতুন অধ্যায় শুরু করার কথা ভাবতে পারতাম না।’

- Advertisement -

Related Articles

Latest Articles