10.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

দ্বিতীয় প্রান্তিকে কানাডায় আয়ের চেয়ে ঋণ বেড়েছে দ্রুত

দ্বিতীয় প্রান্তিকে কানাডায় আয়ের চেয়ে ঋণ বেড়েছে দ্রুত
ছবি ন্যাথানিয়েল বোম্যান

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডিয়ানদের ঋণের পরিমাণ আয়ের চেয়ে বেশি হয়ে গেছে। এর কারণ, আয়ের তুলনায় ঋণের দ্রুত বৃদ্ধি। স্ট্যাটিস্টিকস কানাডা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, দ্বিতীয় প্রান্তিকে মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে পরিবারগুলোর আয়ের অনুপাতে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮১ দশমিক ৭ শতাংশ। প্রথম প্রান্তিকের তুলনায় যা ১৭৯ দশমিক ৭ শতাংশ বেশি। অন্যভাবে বললে, দ্বিতীয় প্রান্তিকে পরিবারগুলোর প্রতি ডলার আয়ের বিপরীতে ঋণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ ডলার। এমনটা হওয়ার কারণ, পরিবারগুলোর আয় ১ শতাংশ বাড়লেও ঋণ বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে দ্বিতীয় প্রান্তিকে কানাডার পরিবারগুলোর ঋণ যোগ হয়েছে ৫ হাজার ৬৩০ কোটি ডলার। এর মধ্যে গৃহ ঋণ রয়েছে ৪ হাজার ৮৭০ কোটি ডলার। দ্বিতীয় প্রান্তিকে পরিবারগুলোর ঋণ পরিশোধের অনুপাত ছিল ১৩ দশমিক ৬৩ শতাংশ, প্রথম প্রান্তিকে যেখানে ১৩ দশমিক ৩৪ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles