8.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

‘অশালীন’ ছবি দেওয়ায় অভিনেত্রীকে আনফলো করলেন মেসি

‘অশালীন’ ছবি দেওয়ায় অভিনেত্রীকে আনফলো করলেন মেসি - the Bengali Times
লিওনেল মেসি ও লালি ছবি ফাইল

আর্জেন্টাইন অভিনেত্রী লালি স্পোজিতো তার ইনস্টাগ্রামে লিওনেল মেসিকে কাছের বন্ধুর তালিকায় জায়গা দিয়েছিলেন। অথচ আর্জেন্টাইন তারকা লিও ওই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা থেকে আনফলো করে দিয়েছেন।

সংবাদ মাধ্যম ট্রিবিউনা ডটকম অবশ্য ওই অভিনেত্রীকে আনফলো করার কারণ উল্লেখ করেছে। সেটা হলো, লালি ইনস্টাগ্রামে কাছের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ খুলেছিলেন। সেখানে দিয়েছিলেন কিছু ব্যক্তিগত ছবি।

- Advertisement -

যেটা ভালো লাগেনি বার্সেলোনা থেকে পিএসজি যাওয়া মেসির। সেজন্য তিনি ওই অভিনেত্রীকে আনফলো করে দিয়েছেন। লালি অবশ্য ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মেসিকে অনুরোধ করেছেন তাকে আনফলো না করার জন্য।

তিনি বলেছেন, ‘লিও, আমি দুঃখিত, আমি কিন্তু সব সময় ওমনটা না। আমি তোমাকে খুবই পছন্দ করি। আমাকে আনফলো করো না, প্লিজ।’ তার দুঃখ প্রকাশে অবশ্য মেসির মন গলেনি। ‘ফলোয়িং লালি’ বাটনে তিনি আর ক্লিক করেননি।

- Advertisement -

Related Articles

Latest Articles