10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ঢাবি শিক্ষার্থীকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাবি শিক্ষার্থীকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী আটক - the Bengali Times
ইলমা চৌধুরী মেঘলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে (২৪) নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে বনানী থানা পুলিশ। আটক স্বামীর নাম ইফতেখার আবেদীন (৩৬)। তিনি প্রবাসী বলে জানা গেছে।

- Advertisement -

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া।

এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

মেঘলার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মেঘলার সহপাঠীরা সংবাদমাধ্যমকে বলেন, মেঘলাকে কয়েকদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। আজ (মঙ্গলবার) তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়- তার পরিবার আমাদের এমনটি জানিয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী সময় নিউজকে বলেন, তার লাশ ঢাকা মেডিকেলে আনা হয়েছে। সেখানে আমাদের শিক্ষকরা আছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে আমরা শুনেছি।

- Advertisement -

Related Articles

Latest Articles