1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অন্টারিওতে পঞ্চাষোর্ধ্বরাও তৃতীয় ডোজ নিতে পারবেন

অন্টারিওতে পঞ্চাষোর্ধ্বরাও তৃতীয় ডোজ নিতে পারবেন - the Bengali Times
অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা কিয়েরান মুর বলেন বয়স ৫০ বা তার বেশি হলে এবং যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাস বা তার বেশি সময় অতিবাহিত হয়েছে তারা তৃতীয় ডোজ ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে তৃতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের যোগ্যতার বয়স কমিয়ে এনেছে অন্টারিও। পঞ্চাশোর্ধ্ব ও রোগ প্রতিরোধক্ষমতা কম এমন যে কেউ চলতি মাস থেকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিতে পারবেন।

অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বলেন, বয়স ৫০ বা তার বেশি হলে এবং যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাস বা তার বেশি সময় অতিবাহিত হয়েছে তারা তৃতীয় ডোজ ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ১৩ ডিসেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ শুরু হবে।

- Advertisement -

তবে কিডনি ডালালিসিস, এইচএসসিটি ও সিএআর-টি-সেল থেরাপি গ্রহীতা রোগীরা এখন থেকেই তৃতীয় ডোজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। নতুন বছরে তৃতীয় ডোজ গ্রহণের যোগ্যতা আরও শিথিল করা হবে।
বৃহস্পতিবার বিকালে অন্টারিও সরকারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বয়স ও ঝুঁকির ভিত্তিতে বুস্টার ডোজ গ্রহণের যোগ্যতার শর্ত জানুয়ারি থেকে আরও শিথিল করা হবে। তবে এটা দেওয়া হবে দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় বা আট মাস পর।

প্রদেশের ভ্যাকসিন ক্লিনিক, ফার্মেসি, হাসপাতাল ও চিকিৎসকের কার্যালয়ের পঞ্চাশোর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে এই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক সব অন্টারিওবাসীকে তৃতীয় ডোজ ভ্যাকসিনের আওতায় আনার সক্ষমতা এগুলোর নেই বলে জানান ডা. কিয়েরান মুর। তিনি বলেন, প্রাদেশিক উপাত্ত বলছে, দুই ডোজ গ্রহীতা ৫০ বছরের কম বয়সীদের মধ্যে এখনও ভালো ইমিউনিটি রয়েছে।

তৃতীয় ডোজ প্রদানের পরিকল্পনা গত মাসে হালনাগাদ করে প্রাদেশিক সরকার। ৬ নভেম্বর পর্যন্ত প্রাদেশিক বুকিং সাইটে কেবল ৭০ বছর ও তার বেশি বয়সী, স্বাস্থ্যকর্মী, দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহীতা, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া ব্যক্তি এবং সব আদিবাসীর জন্য তৃতীয় ডোজের ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।
অন্টারিও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাস্টিন বেটস বলেন, ১২ বছর ও তার বেশি বয়সী সবাইকেই তৃতীয় ডোজের জন্য যোগ্য হিসেবে বিবেচিত করা উচিত। এরপর দ্বিতীয় ডোজ গ্রহণের সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে তৃতীয় ডোজ প্রদান করতে হবে।

টরন্টো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আইজ্যাক বোগোচও গত কয়েক সপ্তাহ ধরে ৫০ বছরের বেশি বয়সী সবার জন্যই বুস্টার ডোজ উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

এদিকে ক্লিনিকে প্রথমবারের মতো এক ডোজের জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে। ডা. মুর বলেন, ভ্যাকসিনেশনের বাইরে থাকা যেসব নাগরিকের এমআরএনএ ভ্যাকসিনের বিশেষ কোনো উপাদানের প্রতি অ্যালার্জি আছে অথবা যারা সুইকে ভয় পান তাদের কথা বিবেচনায় নিয়ে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles